১ আশ্বিন, ১৪৩১ - ১৬ সেপ্টেম্বর, ২০২৪ - 16 September, 2024
amader protidin

রংপুরে বিভাগীয় প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসব শেষ

আমাদের প্রতিদিন
1 year ago
282


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বিভাগীয় প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসব শেষ হয়েছে। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়নে তিনদিনের পরিবেশনায় ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন, ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন ও ভাওয়াইয়া গানের রানী খ্যাত শরীফা রানী স্মরণে উৎসর্গ করা হয়। এ আয়োজনে রংপুর বিভাগের ৮ জেলার ভাওয়াইয়া শিল্পীরা সাংষ্কৃতিক উৎসবে গান ও নাচের মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন। এছাড়া ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের জন্য বিভাগের ৮ জেলার ৮ জন গুনী শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভাওয়াইয়া উৎসবে আলোচনা সভায় ভাওয়াইয়া ও অন্যান্য লোকগানের বিকাশ ও প্রসারের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাকাল্টি অব ফোক মিউজিক’ নামে একটি পৃথক ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য ভাওয়াইয়া শিল্পীদের পক্ষ থেকে দাবী জানানো হয়। পাশাপাশি ভাওয়াইয়া শিল্পীদের কল্যান এবং সঙ্গীতের সংরক্ষণ ও উৎকর্ষ সাধণের লক্ষ্যে রংপুরে একটি ভাওয়াইয়া একাডেমি প্রতিষ্ঠার দাবী উঠে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, জেলা পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু।

 

সর্বশেষ

জনপ্রিয়