৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

পীরগাছায় যুবকের মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 year ago
232


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় গলায় ফাঁস লাগানো অবস্থায় নাজমুল করিম নাহিদ (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের নিজ ঘরের ধরনায় ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদহে পাওয়া যায়। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম কালু জানান, উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম পারুল গ্রামের হেলাল মিয়ার ছেলে নাজমুল করিম নাহিদ (১৭) স্থানীয় দেউতি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে বাড়িতে থাকতেন। তার পিতা ঢাকায় থাকতো। গত মঙ্গলবার তার মা পাশ্ববর্তী স্বেচাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে যান। বাড়িতে নাহিদ একাই ছিলেন। গতকাল বুধবার সকালে নিহতের চাচাতো ভাই রিয়াদ প্রাইভেট পড়তে এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় নাহিদকে দেখতে পান। পরে সে চিৎকার দিলে আশেপাশে লোকজন আসেন। খবর পেয়ে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি তদন্ত সেলিমুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্ত করা ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে ছেলেটি আত্মহত্যা করেছে বলে মনে করছি।   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth