খানসামায় বোনের বাড়ি যাওয়ার পথে যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই
খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে রায়হান নামের এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা,অ্যান্ড্রয়েড মোবাইল ও ডিসকভার ১২৫ মডেলের একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রায়হানের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার বোতলা গাড়ি এলাকায়। তার বাবার নাম নছির উদ্দিন। জানা গেছে, ভুক্তভোগী রায়হানের বাবা নছির উদ্দিন ৬ দিন থেকে তার মেয়ে বাড়িতে অবস্থান করছেন তাই রায়হান তার বাবাকে বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বোনের বাড়ির দিকে রওয়ানা দেন কিন্তু পথিমধ্যে রামনগর নামক এলাকায় ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মুখে ম্যাক্স পরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে গতিরোধ করে।
তাকে মেরে ফেলতে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলের পাশের একটি বাঁশ ঝাড়ের মধ্যে কিন্তু তখন ছিনতাই কারীদের কাছে অনেক কাকুতি মিনতি করে নিজের সর্বস্ত দিয়ে কোন মতে রক্ষা পান তিনি। কিন্তু তারপরেও তাকে হাত পা বেঁধে বেধম পিটিয়ে মুখে টেপ লাগিয়ে ছেড়ে ছিনতাই কারীরা। পরে কোনমতে রাস্তায় এসে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়হানের বড় ভাই জয়নাল এই প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে আমার বোনের বাড়িতে যাওয়ার পথে খানসামা উপজেলার রামনগর এলাকায় ৩/৪ জন মুখে ম্যাক্স পরিহিত অজ্ঞাত লোক আমার ভাইকে গাড়ী চলন্ত অবস্থায় আঘাত করে এবং পরে তাকে মেরে ফেলার উদ্দেশ্য জংগলে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে দুর্বৃত্তদের কাছে কাকুতী মিনতি নিজের সর্বত্র দিয়ে করে কোনমতে নিজের জীবন রক্ষা করে।
এখন সে বর্তমানে মেডিকেলে ভর্তি হয়ে আছে।এ ছাড়াও তিনি আরও জানান যে, ঘটনাস্থলে তারা নেশার বোতল, পাইপ, সিরিঞ্জসহ ছিনতাই কারীদের কিছু আলামত পেয়েছেন। এবং এই ঘটনায় তিনি আজ বৃহস্পতিবার খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।ঘটনার বিষয় জানতে চাইলে খানসামা থানার অফিসার্স ইনচার্জ ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, হ্যাঁ ওনারা আসছে অভিযোগ করতে আমি অভিযোগপত্র গ্রহণ করেছি। তদন্ত করে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।