খানসামা মডেল মসজিদ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন।
সেই প্রকল্প বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের লক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম পর্যায়ে ১২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় উপজেলা মডেল মসজিদ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণকৃত সেই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে তিনি উপজেলা সদরে সংলগ্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ মডেল মসজিদটির পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মডেল মসজিদটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কালবেলা প্রতিনিধি মাসুদ রানা,খোলা কাগজ প্রতিনিধি ফারুক আহম্মেদ,সকালের সময় প্রতিনিধি জসিম উদ্দিন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি শফিকুল ইসলাম সোহাগ, মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।