৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

পীরগঞ্জে প্রতি শুক্রবার ৫শ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তারা

আমাদের প্রতিদিন
1 year ago
252


যুবকদের মহৎ উদ্যাগ

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একদল যুবক নিয়েছেন এক ব্যতিক্রমী মহৎ উদ্যাগ। তারা প্রতি শুক্রবার ৫ শতাধিক অসহায় মানুষের মুখে মাংস ভাত তুলে দিচ্ছেন। তারা  কোন দলের লোক নন। কোন রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই কাজটি করছেন না!  মানবিক কারণে ভিক্ষুক, গরিব-মিসকিন, প্রতিবন্ধি, মধ্যবৃত্ত, রিকসা চালক, বয়সের ভাড়ে  চলতে অক্ষম মানুষদের কথা ভেবে, প্রতি শুক্রবার উপজেলার পীরগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে  রান্না করা খাবার পরিবেশন করছেন। তাদের এ উদ্যাগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

জানাগেছে, পীরগঞ্জ উপজেলার একদল উদ্যামী যুবক মানবিক কারণে প্রতি শুক্রবার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার উদ্যাগ নেন। তারা নিজ উদ্যোগে, প্রতি সপ্তাহে, চাউল , ডাল, মাংস, তেল,লবন হাওয়াজ পিঁয়াজ  মসলাপতির যোগান দিচ্ছেন।  খাবার হিসেবে থাকছে কোনদিন ডাল,মাংস ভাত, কোনদিন ভুনা খিচুরী মাংস। এর এই মহৎ কাজটির উদ্যাক্তারা হলেন,  শ্যামল সরদার,  রওশন মন্ডল, আবু তালেব, রাকিব মন্ডল, জাকির হোসেন, মনছুর মিয়া, রায়হান মিয়া,  আমিন শরীফ কাজল, চাঁন মিয়া, শোয়াইব আকন্দ, মাহমুদুর রহমান ডলার, মনীর উদ্দিন মন্ডল, সুমন মন্ডল, মামুন মন্ডল, রুফিক আলম, নাফিউল ইসলামসহ অনেকেই। তাদের এ উদ্যাগ এখন উপজেলার মানুষের মুখে মুখে।

এব্যাপারে শ্যামল সরদার জানিয়েছেন, এই কাজে  অনেকেই আমাদের উৎসাহ দিচ্ছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা শুধু  খবারই সরবরাহ করছি না, খাবারের  মানও রক্ষা করছি। আমাদের এ উদ্যাগ মানবতার কল্যাণে।

রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও রঞ্জু মিয়াসহ কয়েকজন জানান, তারা খেটে খাওয়া মানুষ! তারা প্রতি শুক্রবার অন্যকাজে না গিয়ে মহৎ কাজে যুক্ত হয়েছেন এবং রান্নার ভার কাঁধে তুলে নিয়েছেন।

উক্ত্যারা জানান, তারা  গত ৮ সপ্তাহ ধরে  আগত লোকজনদেরকে  খাওয়াচ্ছেন, প্রতি শুক্রবারেই  অতিথিদের সংখ্যাটা বাড়চ্ছে, তাতে আয়োজকদের কোন সমস্যা হচ্ছে না। তবে সহযোগিতা পেলে আরোও বড় পরিসরে কাজ করা যেতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth