জনগণের পক্ষে কথা বলার মানে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা:জি এম কাদের
লালমনিরহাট প্রতিনিধি :
বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম পি বলেছেন, এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন। জনগণের পক্ষে কথা বলার মানে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা। এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন। এ সরকার একদলীয় শাসন করছেন। এ সরকার শিক্ষা ব্যবস্থাকে বাজে একটা পর্যায়ে নিয়ে গিয়ে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) তার নির্বাচনী এলাকা লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মালিক জনগণ, কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মত করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোন কথা শুনছে না। যেখানে সরকারের ইচ্ছে মত দেশকে ব্যবহার করছে সেখানে বলা যায় এটি একটি গনতন্ত্রহীন সরকার ব্যবস্থা।
ডিজিটাল সিকিউরিটি আইনের বরাত দিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, সাংবাদিক, সচেতন নাগরিক, সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক বিষয়কেও কথা বলতে দিচ্ছে না সরকার। এতে বাক-স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। বক্তব্য শেষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষনা করে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। গোলাম মোহাম্মদ কাদের-এর সহধর্মিনী জনাব শেরিফা কাদের কে সভাপতি ও জাহিদ হাসান লিমন কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা সহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।