নাগেশ্বরীতে সিটি ডায়াগনস্টিক সেন্টারের দোয়া অনুষ্ঠান
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিটি ডিজিটাল ডাগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের স্থান পরিবর্তন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানায় আরও অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে রোববার বেলা ৩টায় টিএন্ডটি মোড়স্থ তাজওয়ার মার্কেটের এই নতুন কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন সিটি ডিজিটাল ডাগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ প্রমুখ।