কাউনিয়ায় স্থানীয় সরকার দিবস উদযাপন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বরে বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এক উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনে আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভিন, প্রাণী সম্পদ অফিসার সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। উদ্বোধন শেষে সকলে মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।