গঙ্গাচড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
‘সেবা ও উন্নতি দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ও সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে সেরা তিন স্টলকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী সারাবান তহুরা প্রমুখ। সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ইউপি সচিব, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।