২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

কিশোরগঞ্জে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা

আমাদের প্রতিদিন
11 months ago
459


কিশোরগঞ্জ (নীলফামারীর) প্রতিনিধি:

নিজেদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন  রাখতে অনন্য সব উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ  উপজেলার নিতাই ইউনিয়নের  মুশরুত পানিয়াল পুকুর চেয়ারম্যান পাড়া।  ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশের আয়োজনে আজ (১৯ সে:) মঙ্গলবার দুপুরে  পি,এফ,এ প্রাঙ্গনে পরিছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা অনুষ্ঠানে  নিতাই ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান  মোস্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তার পক্ষে ডঃ মহিমা রঞ্জন  রায়, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাকির হোসেন, নীলফামারী এসিও ম্যানেজার লুটাস চিশিম,সুভা তালফা -ফিল্ড টিপি স্পেশালিস্ট -হেলথ নিউট্রেশন ওয়াশ,সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন এপি ম্যানেজার পিকিং চাম্বু গং, প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, স্পঁন্সরশীপ অফিসার লরেন সঞ্জয় মল্লিক এতে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য  এলাকার  ৪ শতাধিক নারী   অংশ গ্রহণ করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ   এ উপজেলায় দীর্ঘ বারো বছর ধরে কাজ করছে।  

 

সর্বশেষ

জনপ্রিয়