দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এলাকার মানুষ জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ কয়েকদিন থেকেই ভাদুরিয়া বাজারে ঘুরে বেড়াতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে ভাদুরিয়া বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী বেপরোয়াগতিতে চালানো পাথর বোঝাই একটি ট্রাক হঠাৎ রাস্তার পাশে এসে বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, 'নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা প্রযুক্তিগত সহযোগীতা নিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।