ডোমারে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক ফরিদ গ্রেফতার
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক মোস্তাকিম ইসলাম ওরফে ফরিদ (২০)কে ডিমলা উপজেলা থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্র জানায়, গত ৩০ মার্চ (২০২৩)ইং তারিখে উপজেলার পাংগা-মটুকপুর ইউনিয়নের জনৈক হুমায়ুন(ছদ্মনাম)এর ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া কন্যা(ছদ্মনাম) শেফালী বেগম গরুকে খাওয়ানোর জন্য ভুট্টা ক্ষেত হতে ভুট্টা গাছের পাতা আনতে গেলে একই এলাকায় জনৈক রেয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম ইসলাম ওরফে ফরিদ (২০) শেফালী কে ভুট্টা ক্ষেতে জোরপুর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম অম্তঃসত্তা হয়ে পড়লেও লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে।
পরিবারের সদস্যরা এক পর্যায়ে বুঝতে পারে কিশোরীর অন্তঃসত্তা হাওয়ার বিষয়টি। বিষয়টি জানা জানি হওয়ার পর হতে আসামি মোস্তাকিন বাড়ী হতে পালিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিমের চাচা রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে ডোমার থানায় লিখিত এজাহার দায়ের করেন। যাহার মামলা নম্বর ১৭(০৯) তারিখ ২১/০৯/২০২৩ইং দায়ের করেন।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান, মামলার ওই রাতে আসামিকে ডিমলা উপজেলার মতিরবাজার এলাকা হতে মোস্তাকিমকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে আজ (শুক্রবার) আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।