ডেঙ্গু প্রতিরোধে রংপুর জেলা যুবলীগের মশক নিধন ও প্রচারনা অভিযান
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচী পালন করেছে রংপুর জেলা যুবলীগ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা পরিষদ প্রাঙ্গন থেকে যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি’র নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ লুৎফে আলী রনি, রংপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সদস্য কামরুজ্জামান লিটন, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমনসহ অন্যরা। এ কার্যক্রমে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রমে মশক নিধনে স্প্রে, ঝোপ-ঝাড় পরিস্কার করাসহ এলাকাবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্মসূচী পালন করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।