তারাগঞ্জ বাজারে নৌকায় ভোট চেয়ে লিলির গণসংযোগ
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নৌকার মাঝি হিসাবে নিজের অবস্থান জানান দিয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সুমনা আক্তার লিলি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ নির্বাচনী এলাকায় সাধারন ভোটারদের দ্বারে দ্বারে প্রতিদিনেই ছুটে যাচ্ছেন এবং বর্তমান সরকারের উন্নয়নের চিত্র বর্ণনাও করছেন এই নেত্রী। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর তারাগঞ্জ বাজারে সাধারন মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে। এ কারনে আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে প্রায় প্রতিদিনেই গ্রাম-গঞ্জে ছুটে চলছি। আমি তৃণমুল থেকে ছাত্রলীগের রাজনীতির পর এখন আওয়ামীলীগের রাজনীতি করছি। রাজনীতিতে নারীরা বর্তমানে সফল হচ্ছে। তাদের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। একজন নারী হিসাবে আমার কোটা আছে। সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। আমি আওয়ামীলীগের ও শেখ হাসিনার কর্মী হিসাবেই জনগনকে বুঝানোর কাজটি করে যাচ্ছি এবং আগামীতেও করে যাবো।তিনি আরো বলেন, দুই উপজেলার সাধারন জনগণ আমার পাশে আছে। জনগণের সমর্থনে এগিয়ে যেতে চাই। দলীয় নেত্রীর কাছে এবার এ আসনের জন্য নৌকার মনোনয়ন চাইবো।