চিলমারীতে এলাকাবাসীকে রক্ষাসহ অপরাধীর বিচারের দাবীতে মানববন্ধন
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এলাকাবাসীকে রক্ষাসহ অপরাধীর বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল ১১ টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তার পাড় (গোলাবাড়ি) এলাকার, গ্রামবাসীর আয়োজনে কাঁচকোল হাট থেকে সখের হাট (থানাহাট) যাওয়ার রাস্তায় মানববন্ধন করেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের তিস্তার পাড় (গোলবাড়ী) এলাকার ফয়জার রহমানের স্ত্রীর সাথে পার্শবর্তী এলাকার গাবের তল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শের আলীর সাথে অসামাজিক কাজে লিপ্ত হওয়া অবস্থায় আটক করেন এলাকাবাসী। এ সময় তাদের কে আটক করে '৯৯৯' এ কল দিয়ে পুলিশকে ডেকে তাদের হাতে দুজনকে তুলে দেয়া হয়। পরে পুলিশ তাদেরকে নিয়ে আসলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেয়, এবং এলাকাবাসী কে ভুল বুঝিয়ে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীত্বে অভিযোগকারী সহ '৯৯৯' এ কল দেওয়ার জন্য অভিযুক্ত ব্যাক্তিকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়া হচ্ছে বলে জানান। মোস্তাফিজুর রহমান, শাহীন মিয়া, কয়জাল, মাছুদসহ আরও অনেক কে। এরই পেরিপেক্ষিতে অপরাধীদের দেয়া ভয়ভীতি মিথ্যা মামলায় সহ পুলিশ হয়রানি যেন না হয় এবং এলাকাবাসীকে রক্ষায় দাবীসহ অপরাধীর বিচারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী। মেয়ে এবং ছেলেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানিয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম বলেন। তারা যদি অপরাধী হয়, তাদের কে আটক করে, প্রথমেই পুলিশে না দিয়ে এলাকার কয়েকজন ছেলে ও মেয়েটিকে বেঁধে মারধর করেছেন, তবে বিষয়টি ক্ষতিয়ে দেখে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।