কুড়িগ্রামে বৃষ্টিপাত অব্যাহত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কুড়িগ্রাম অফিস:
গত তিনদিন থেকে অবিরাম বর্ষণে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপর দিকে নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে নিম্নাঞ্চলের কৃষকরা দুঃশ্চিতায় পড়েছে।
সেই সাথে বিপাকে পড়েছে এখানকার শ্রমজীবি মানুষজন। রিকশা চালক,ভ্যানচালক,দিনমজুরসহ কৃষি কাজে নিয়জিত শ্রমিকরা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে পারছেন না।
এদিকে বৃষ্টিপাতের ফলে পৌর এলাকার ড্রেনেস ব্যবস্থা ভালো না থাকার কারণে জেলা শহরের হাসপাতাল পাড়া, ফায়ার সার্ভিস, হাটিরপাড়, রৌমারী পাড়া, জেলা প্রশাসকের কার্যালয় ও নিম বাগান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশা চালক সুজন মিয়া বলেন, গতকাল সারাদিনে মাত্র ৩০০ টাকা ভাড়া মারছি। তা দিয়ে কিস্তি মিটাইছি। বাজার করার কোন টাকা নাই। আজ তো খুব খারাপ অবস্থা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হবাইছে। ঘর থেকে মানুষ না বেড়ালে ভাড়া হয় কেমনে। এমন আর দু দিন থাকলে হামরা গরীব মানুষগুলোর বিপদ।
ওই ইউনিয়নের হযরত আলী বলেন, সকাল থেকে বৃষ্টি। কাজ কাম বন্ধ। টাকার চিন্তায় কিছু ভালো লাগে না। রাত পোহালে কিস্তি। ঘরে নাই বাজার সদাই নাই। খুব দুঃশ্চিন্তায় পড়ছি। এভাবে বৃষ্টি হলে মানুষের চলাফেরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুদিন ধরে হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। কমপক্ষে আগামী আরও দু-দিন এ বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে।