পলাশবাড়ীতে বৃষ্টি উপেক্ষা করে হাসপাতাল গেটে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রন,সিন্ডিকেট ব্যবসায়ী ও মজুতদারদের শাস্তি, রেশনিং ব্যবস্থা,ন্যায্যমূল্যের দোকান চালুসহ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার,স্যালাইনসহ পর্যাপ্ত ঔষুধ,ডেঙ্গু টেস্টের কীট সরবরাহের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমিউনিস্ট পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি একরাম হোসেন বাদলের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লা আদিল নান্নুসহ উপজেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
বক্তরা,পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার,স্যালাইনসহ পর্যাপ্ত ঔষুধ,ডেঙ্গু টেস্টের কীট সরবরাহের জোর দাবী জানান।