বিরলে বন্যায় রাস্তা-ঘাট ডুবে একাকার
বিরল প্রতিনিধি:
বিরলে বন্যায় রাস্তা-ঘাট ডুবে একাকার। মাঠের ফসল ও পুকুরের মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি। গতকাল শনিবার রাত প্রায় ১১ টা থেকে টানা রবিবার দুপুর প্রায় ২ টা পর্যন্ত বৃষ্টিপাতে উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন স্থানসহ পৌর এলাকার অনেক স্থান প্লাবিত হয়। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দিনাজপুর - বিরল (স্থলবন্দর) সড়কের তেতুলতলা সংলগ্ন সড়কের উপর দিয়ে পানি পারাপার হচ্ছিল। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহমান ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ অনেক এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনভোগান্তী দুঃসহ হয়ে ওঠে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র বিরল জোনাসের অফিসের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নিরলস চেষ্টা চালিয়ে আসছেন বলে জানান কর্তৃপক্ষ। তবে বিকাল ৩ টার পর হতে বৃষ্টিপাত থেমে যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।