পীরগঞ্জে চাকুরিতে কোটা পূণঃবহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি চাকুরির সর্বক্ষেত্রে কোঠা পূণঃবহালের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর পীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা উপজেলা নিবার্হী অফিসার (অঃদাঃ) ও সহকারি কমিশনার (ভূমি), নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত এর কাযার্লয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
কেন্দ্রী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মাকরলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ভারপ্রাপ্ত সভাপতি আবু ফারাক মোঃ ইরশাদুল বার (ডলার), সাধারণ সম্পাদক রাসেল কবীর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্য নিবার্হী সদস্য নুরনবী চঞ্চল, বীর মুক্তিযোদ্ধার সন্তান তানজির হাসান পাভেল, মোঃ মাসুদ রানা, আসাদুজ্জামান শাহ্ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।