বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার পূজা মন্ডপে এমপি প্রার্থী লিলির আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ৭৩ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও এমপি প্রার্থী সুমনা আক্তার লিলি । আজ সোমবার (২৩ অক্টোবর)দুই উপজেলার বিভিন্ন মন্ডপে ঘুরে ঘুরে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন তিনি। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন এই এমপি প্রার্থী।
আ'লীগ নেত্রী সুমনা আক্তার লিলি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশ আজ নিরাপদ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাই।