২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

গঙ্গাচড়ায় জাপার মনোনিত প্রার্থী হিসেবে আসিফের প্রচারণায় স্থানীয় জাপার ক্ষোভ

আমাদের প্রতিদিন
10 months ago
327


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ভাতিজা সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ রংপুর -১ আসনে দলের মনোনিত প্রার্থী হিসেবে পোস্টার সাঁটিয়েছেন। এতে করে মসিউর রহমান রাঙ্গা সমর্থিত স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসনে যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি এইচএম শাহরিয়ার আসিফকে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার সকল জনসাধারণের কাছে দোয়া প্রার্থী-এমন পোস্টার সোমবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্য রাতে আসিফের কর্মী-সমর্থকরা গঙ্গাচড়া বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়েছেন। আসিফের নিজের ছবির সাথে পোস্টারে জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদ, বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির লোগো রয়েছে। মঙ্গলবার সকালে বাজারে আসা সাধারণ মানুষ এসব পোস্টার দেখেন। এতে দলের সিদ্ধান্ত হওয়ার আগেই আসিফ নিজেকে মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালানোর বিষয়টিকে সংগঠন পরিপন্থী কাজ হিসেবে দেখছেন রাঙ্গা সমর্থিত স্থানীয় জাতীয় পার্টির নেতারা। এনিয়ে তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য ও আসিফের কর্মী ফারুক হোসেন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কিছুদিন আগে রংপুর সফরে এসে তিনি মৌখিকভাবে গঙ্গাচড়া আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এইচএম শাহরিয়ার আসিফকে ঘোষণা দিয়েছেন। এর আগেও চেয়ারম্যান স্যার আসিফ ভাইকে মৌখিকভাবে ওই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। আগাম প্রচারণার অংশ হিসেবে আমরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটিয়েছি। গোটা উপজেলায় এমন প্রচার-প্রচারণা চলবে। 

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাঙ্গা সমর্থিত আবুল কালাম আজাদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের এখনও তফশীল হয়নি। তফশীলের পর দলগুলো প্রার্থী মনোনয়ন দেয়। জাতীয় পার্টির পক্ষ থেকে এ আসনে মনোনয়ন দেওয়া নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি এবং কেন্দ্র আমাদের জানায়নি। মনোনয়ন দেওয়ার আগে পোস্টার লাগানো অপ-প্রচারের অংশ। এনিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করে যাব।

সর্বশেষ

জনপ্রিয়