গঙ্গাচড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর পূর্ব পাড়া সর্বজনীন দূর্গা মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সোমবার রাতে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপস্থিত ভক্ত বৃন্দের সাথে মতবিনিময় করে আরতী উপভোগ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো:আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, ডিডিএলজি জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক এ,এম,ডব্লিউ রায়হান শাহ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো: রুহুল আমিন শরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান বলেন, সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এ কামনা করেন তিনি।