২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

লালমনিরহাটে অটো উল্টে নারীর রহস্যজনক মৃত্যু: স্বামী ও বোন আহত

আমাদের প্রতিদিন
10 months ago
189


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকায় অটো উল্টো কুয়াশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় টু হাটখোলা সড়কের করিমের চাতাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবী। এ সময় ওই নারীর স্বামী জাহেদুল ইসলাম ও বড় বোন বুলবুলীও আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলার পারুলিয়া শিমুলতলা এলাকার আঃ গনির পুত্র জাহেদুল ইসলাম ও সিন্দুর্না এলাকার ওছমান গনির মেয়ে কুয়াশা বেগম দুইজনে স্বামী-স্ত্রী। মঙ্গলবার দুপুরে মেডিকেল মোড় এলাকায় তাদের মাঝে প্রচন্ড ঝগড়া হয়। খবর পেয়ে কুয়াশার বড় বোন বুলবুলী মেডিকেল মোড়ে এসে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করে কুয়াশাকে অটোতে তুলে। যাওয়ার সময় অটোতে স্বামী ও বড়বোনের সাথে হাতাহাতি হয় কুয়াশার। এ সময় তাদের অটো উল্টো যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক কুয়াশা বেগমকে মৃত্যু বলে ঘোষনা করেন। হাতীবান্ধা থানার পুলিশের ওসি শাহা আলম জানান, এ ঘটনায় যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

 

  

সর্বশেষ

জনপ্রিয়