পীরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর বদরুল রবি দাস নামে এক ব্যক্তির মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার বাশগাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বদরুলের পারিবারিক সুত্র জানায়, পৌর শহরের মিত্রবাটির বাসিন্দা বদরুল রবি দাস বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। শুক্রবার দুপুরের বাঁশগাড়া এলাকায় একটি ডোবায় তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় রবি দাসের ছেলে হৃদয় রবি দাস। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। বদরুল পৌর শহরের রেলক্রসিং এলাকায় মুচির দোকান করতেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে বদরুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে তার ছেলে হৃদয় রবি দাস।।