২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির বর্ষপূর্তি উদযাপন ও সম্মাননা প্রদান

আমাদের প্রতিদিন
10 months ago
240


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আলোচনা সভা, কেককাটা ও সম্মাননা প্রদানসহ নানা আয়োজনে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি এন্ড হিউম্যানিটি ফাউন্ডেশনের লোগো উন্মোচন করা হয়। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কলেজ রোড সংলগ্ন পানসি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন লোগো উন্মোচন ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করেন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি এন্ড হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফা জাহান বীথি।

অনুষ্ঠানে আলোচনা শেষে আইজিএস স্কুলের চেয়ারম্যান শেরাফুল হোসেন হিমেল, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম রংপুরের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম নার্গিস আক্তার বানু,  বিডব্লিউসিসিআই এর সভাপতি ফাতেমা ইয়াসমিন ইরা ও সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, চ্যানেল আই'র সিনিয়র স্টাফ রিপোর্টার ও রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলাভিশনের রংপুর ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, সমকালের রংপুর ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ও রংপুর প্রেসক্লাবের সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক এবং প্রতিদিনের সংবাদের রংপুর অফিস প্রধান আব্দুর রহমান রাসেলকে সম্মাননায় প্রদান করা হয়। 

এসময় উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি ও হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফা জাহান বীথির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেটে রংপুরের নারীদের এগিয়ে নিতে বীথির এই চেষ্টা ও অসহায় মানুষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে এমনটাই প্রত্যাশা করেন তারা।

বীথি তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব হতো না। যারা আমার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই কাজে যারা যারা পাশে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ।

প্রমিলা ক্রিকেটার তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। এই একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক ক্রিকেটার আরিফা জাহান বীথি। ক্রিকেট খেলা শেখানোর পাশাপাশি মানবিক কাজের মধ্য দিয়ে দেশে পরিচিতি লাভ করে ক্রিকেটার তৈরির উদ্যোক্তা

প্রসঙ্গত, করোনা মহামারির শুরুর দিকে সমাজের অন্তঃসত্ত্বা নারীদের সেবায় মেনে পড়েন আরিফা জাহান বিথী। তার এ উদ্যোগে জাতীয় দলের অনেক ক্রিকেটার সাড়া দেন। গেল সাড়ে তিন বছরে বিশ হাজারের বেশি অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের পাশাপাশি সন্তানসম্ভবা নারীকে সেবা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

নিজের জমানো টাকা আর অন্যের আর্থিক সহযোগিতার সমন্বয়ে কয়েক হাজার মানুষের দুয়ারে চাল, ডাল, তেল, লবণ, ফল, দুধ, ডিম ও হরলিকসসহ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পৌঁছে দিয়েছেন। রমজানেও অসহায় ব্যক্তিদের হাতে হাতে ইফতার পৌঁছে দিয়েছেন তিনি। এই নারী ক্রিকেটার অন্তত অর্ধশত অসহায় নারীকে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করেছেন। ঘরহীন বেশ কিছু পরিবারকে দিয়েছেন নতুন ঘর। সহায়-সম্বলহীন শিক্ষার্থীদের অনেককে কলেজে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন।

এর আগে ২০১৯ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি নামে প্রশিক্ষণ একাডেমি গড়েন বীথি।

আরিফা জাহান বীথি ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন। ঢাকার ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কলাবাগান, রায়েরবাজার ক্রিকেট দলে ওপেনিং ব্যাট করতে নামতেন। ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে পেশাদার ক্রিকেট ক্যারিয়ার বিসর্জন দিতে হয়েছে তাকে।

সর্বশেষ

জনপ্রিয়