৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

মহাসমাবেশের নামে বিএনপি কোন বিশৃংখলা সৃষ্টি করলে কাহারোল ও বীরগঞ্জবাসী ঢাকা অভিমুখে রওয়ানা হবে

আমাদের প্রতিদিন
10 months ago
391


দিনাজপুরের কাহারোলে স্মরণকালের বিশাল সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোলে এক বিশাল জনসমাবেশে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, শান্তি সমাবেশের নামে আপনারা অশান্তি সৃষ্টি করবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তা হবেনা। ২৮ অক্টোবর শান্তি সমাবেশের নামে কোন বিশৃংখলা সৃষ্টি করা হলে সারাদেশের আওয়ামীলীগ নেতা-কর্মীরা দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে ঘোষনা দিয়েছেন তিনি। তিনি বলেন, আওয়ামীলীগ গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছে, তাতে দেশের মানুষ এখন উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায়, দেশে কোন বিশৃংখলা চায় না। বিশৃংখলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের প্রতিহত করবে এদেশের উন্নয়নকামী জনগন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের কাহারোলে স্মরণকালের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাহারোল উপজেলার ধান হাট মাঠ প্রাঙ্গনে কাহারোল উপজেলা আওয়ামী লীগ ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ নামে এই জনসভার আয়োজন করে।

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মনোরঞ্জন শীল গোপাল আরো বলেন, দেশের উন্নয়নে মানুষ শেখ হাসিনার মহাযাত্রায় শরিক হয়েছে, উন্নয়নের এই মহাযাত্রা থেকে জনগণকে নামানোর কোন শক্তি বিএনপি জামায়াতের নেই। তিনি বলেন, মহা সমাবেশের নামে বিএনপি  বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাহারোল ও বীরগঞ্জবাসী ঢাকা অভিমুখী রওনা হবে। তিনি ফিলিস্তিনি নারী-শিশুদের উপর ইসরায়েলের বর্বোরচিত হামলার কঠোর নিন্দা ও সমালোচনা করে বলেন, যখন ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তখন ফখরুল সাহেবরা কুলাঙ্গার ও দন্ডপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে মুখ বন্ধ রেখেছেন।

কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাহউদ্দিন আহমেদ দিলিপ, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল হক মাস্টার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, কাহারোল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল,  কাহারোল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। সমাবেশে বীরগঞ্জ-কাহারোল উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই উপজেলার আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth