৫ আশ্বিন, ১৪৩১ - ২১ সেপ্টেম্বর, ২০২৪ - 21 September, 2024

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

আমাদের প্রতিদিন
10 months ago
398


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যে ও অবৈধ হরতালের প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২৮ অক্টোবর ) বিকেলে  উপজেলা  আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব রুহুল আমিন এর  সভাপতিত্বে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যখনই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ ঠিক তখনই জামাত-বিএনপি জোট এই অবৈধ হরতালের ডাক দিয়েছে। কিন্তু এদেশের মানুষ আর হরতাল মানে না। হরতালের নামে যদি কোথাও কোন নৈরাজ্যের সৃষ্টি হয় তার দাঁত ভাঙ্গা জবাব দিবে আওয়ামী লীগ । হরতাল ডাকা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে রাস্তায় বের হওয়াও জনগণের অধিকার। জনগণের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে  একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের   প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth