১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

পিটিসি রংপুরে  ৭৩৯জন নারী কনস্টেবলের প্রশিক্ষণ শেষে সাটিফিকেট প্রদান

আমাদের প্রতিদিন
1 year ago
100


নিজস্ব প্রতিবেদক:

পিটিসি রংপুরে ২৩তম নারী টিআরসি ব্যাচের  ৭৩৯ গণ টিআরসির ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে তাদের  পাসিং প্যারেড  বরিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।  কুচকাওয়াজ প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালামী গ্রহণ করেন নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি,  মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। অনুষ্ঠানে সিটি কর্পোরেশর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ  ডিআইজি আবদুল বাতেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের মনিরুজ্জ  ইসলাম,  রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,  রংপুরের বিভিন্ন বাহিনী ও অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিটিসুর কমান্ড্যান্ট ডিআইজি বাসুদেব বনিক। পরে উত্তির্ণ পুলিশ সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth