গঙ্গাচড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে রংপুরের গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার দুপুরে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা আন্দোলনের নামে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায়। দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। বিএনপি জামায়াতকে রাজপথে থেকে জবাব দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন