২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

গঙ্গাচড়ায় ন্যায্য মূল্যে আলু বিক্রিতে ব্যাপক সাড়া

আমাদের প্রতিদিন
11 months ago
503


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ন্যায্য মূল্যে আলু বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে। সরকারের নির্ধারিত মূল্যে আলু কিনছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১ দিনে  ১ হাজার ৬৯০ জন ক্রেতা জনপ্রতি ৫ কেজি করে ২১২ মন আলু কিনেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।   

জানা যায়, সব শ্রেণির ক্রেতার প্রতিদিনের বাজার তালিকায় থাকে আলু। সেখানে বাজারে আলুর  দামই চড়া। পাইকারদের কাছ থেকে বেশি দামে কেনার অজুহাতে চড়া দাম হাঁকাচ্ছেন খুচরা বিক্রেতারা। বাজার মনিটরিংয়ে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও মানা হচ্ছে না সরকার নির্ধারিত মূল্য। আলুর বাজার সহনীয়  রাখতে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেন। তিনি গত ২৭ অক্টোবর সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু জানান, আলু নিত্য পণ্যের মধ্যে একটি। গঙ্গাচড়ায় পর্যাপ্ত আলু উৎপাদন হলেও সিন্ডিকেট চক্রের কারণে বাজারে আলুর দাম বেড়েছে। ভোক্তাদের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসার স্যারের সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছি। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth