রংপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ'লীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস,হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের স ালনায় ও মহানগর আ'লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল, মহানগর আ'লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। এসময় রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথকভাবে জেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপলের নেতৃত্ব কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারও প্রমাণিত হয়েছে।বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। বক্তারা আরও বলেন, সারাদেশের মতো রংপুর বাসী বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে।