রংপুরে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি -জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশে উন্নতিকরণের লক্ষ্যে রংপুরে "তারুণ্যর জয়যাত্রা" সমাবেশ ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবলীগ।আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে মহানগর যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ । এর আগে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী কতৃক লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকেনকুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবলীগ।
এর আগে বেলা ৩টায় নগরীর বেতপট্টি মোড়ে জেলা যুবলীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবলীগের সাধারণ মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় ও সভাপতি লক্ষীণ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া,জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,এ্যাড. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকুতোভয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। কোনা শক্তির কাছে কখনোই মাথা নত করেননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো বাইরের শক্তি নয়, শেখ হাসিনার অধীনেই হবে। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য মাঠে থেকে প্রতিরোধ করা হবে।