এক ঘন্টার ক্রীড়া অফিসার ‘রাইসা বিনতে মাসুদ’
নীলফামারী প্রতিনিধিঃ
এক ঘন্টার জেলা ক্রীড়া অফিসার হিসেবে দায়িত্বে বসেন শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) নীলফামারীর শিশু সাংসদ সদস্য রাইসা বিনতে মাসুদ। সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত
নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তার চেয়ারে বসে এই দায়িত্ব পালন করেন রাইসা। যদিও দায়িত্ব পালনটি
ছিলো প্রতিকি। এ সময় ফুল দিয়ে তাকে অভিবাদন জানান জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেমসহ দফতরটির অন্যান্যজন। দায়িত্ব নিয়ে রাইসা বিনতে মাসুদ জানান, একজন ক্রীড়াবিদ হওয়ায় এটি আমার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে আমাকে অনুপ্রাণিত করবে। আর্চারী খেলোয়ার রাইসা এক ঘন্টার দায়িত্বে ‘সুস্থদেহ সুস্থ মন, খেলার কোনো বিকল্প নাই’ শ্লোগানে সবার আগে সকল শিশুর জন্য খেলার মাঠ উন্মুক্ত করাকে গুরুত্ব দিয়েছেন।
এনসিটিএফ সুত্র জানায়, এবারের কন্যা শিশু দিবস উপলক্ষে “গার্লস টেকওভার” কর্মসুচির অংশ হিসেবে মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন দফতর প্রধানের প্রতিকি দায়িত্ব পালন করেন এনসিটিএফ শিশুরা। ইয়েস বাংলাদেশ নীলফামারীর ভলান্টিয়ার নাইমুর রহমান অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং গার্লস টেকওভার সম্পর্কে সকলকে অবগত করেন।