২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

সাঘাটায় যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্প কাজের উদ্বোধন

আমাদের প্রতিদিন
10 months ago
253


গাইবান্ধা প্রতিনিধিঃ

যমুনা নদীর ডান তীরের ভাঙ্গন হতে গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দী এবং হলদিয়া এলাকা রক্ষা প্রকল্পের আওতায় পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সাঘাটা উপজেলা মুন্সিরহাট এলাকায় (সোমবার)  ৩০ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন করেন গাইবান্ধা -৫ সাঘাটা-ফুলছড়ি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২শ ১০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটির কাজ সমাপ্ত হলে যমুনা নদীর ভাঙ্গন থেকে সাঘাটা-ফুলছড়িবাসী স্থায়ী ভাবে রক্ষা পাবে। তিনি আরো বলেন, চরাঞ্চলের মানুষের উন্নয়নে এবং বেকারদের কর্মসংস্থান স্মৃষ্টির লক্ষ্যে একটি অর্থনীতি অঞ্চল গড়ে তুলবো । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামশীল আরেফীন টিটু, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ রাকিব হোসেন, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট।

অপরদিকে ঐদিন সাঘাটা, বারকোনা, জুমারবাড়ী, সোনাতলা, মহা সড়কের প্রসস্ত করণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন মাহমুদ হাসান রিপন এমপি। এসময় সড়ক ও জনপদ বিভাগের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতারসহ আওয়ামীলীগের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ

জনপ্রিয়