৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

গঙ্গাচড়ায় তিস্তার চরে চাঁদাবাজদের দৌড়াত্ব বৃদ্ধি চাঁদা না পেয়ে খামারের ১০০ গাছ কাটার অভিযোগ

আমাদের প্রতিদিন
10 months ago
142


গঙ্গচড়া(রংপুর)প্রতিনিধি:

উপজেলার তিস্তার চরে চাঁদাবাজদের দৌড়াত্ব বৃদ্ধি পেয়েছে। দাবীকৃত চাঁদা না পেয়ে দুবৃত্তরা চর জয়রামওঝা গ্রামের একটি খামারের প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামার মালিক রবিউল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামের মোক্তাদুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫) ৩ বছর পূর্বে জয়রামওঝা গ্রামের নাহিদ ও তার সঙ্গীদের ৮ একর জমি ১০ বছরের জন্য লীজ গ্রহন করেন। ওই জমিতে তিনি সীমান্ত এগ্রো এন্ড ফিশারিজ লিমিটেড নামের একটি খামার স্থাপন করেন। এতে তিনি বিভিন্ন ফলজ ও বনজ গাছের বাগান করেন। খামার স্থাপনের পর থেকেই স্থানীয় জয়রামওঝা গ্রামের বাবুল মিয়ার ছেলে আরমান আলী (৩৫), মৃত আকবর হোসেনের ছেলে মহুবর রহমান (৫৫) ও মহুবর রহমানের ছেলে মমিনুর ইসলাম (৩৮), মাহাতাব উদ্দিনের ছেলে সাবু মিয়া (২৫) ও জিয়ারুল ইসলামের ছেলে আমিন মিয়া (৩৫) খামার মালিক ও তার খামারের কেয়ারটেকারের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা চাঁদা দাবী করে আসছিলেন। চাঁদা না পেয়ে তারা আরো ১০-১২ জনকে সঙ্গে নিয়ে গত ২৭ অক্টোবর বিকেলে খামারের ৪০টি আম গাছ, ৩৫টি পেয়ারা গাছ, ১৫টি ইউক্লিপটাস গাছ কেটে ও ৩টি নতুন বাঁশ ঝাড় উপড়ে ফেলেছে। যার মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় খামার মালিক রবিউল ইসলাম ২৭ অক্টোবর গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মহুবর রহমান বলেন, আমার সাথে খামার মালিকের কোন শত্রুতা নেই এবং চাঁদাও দাবী করিনি। তবে খামারের কেয়ারটেকার মানিকের পিতার সাথে আমার জমি নিয়ে ঝগড়া চলছে। খামারের গাছ তারাই কেটে আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth