২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত

আমাদের প্রতিদিন
10 months ago
94


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

"স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী,  আলোচনা সভা  ও যুবকদের মাঝে ঋনের চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ।

আলোচনা পূর্বে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। পরে কৃষি উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরীর মালিকানাধীন এ. এস চৌধুরী ট্রেডার্সের সৌজন্যে উপস্থিত সবার মাঝে বিভিন্ন জাতের শাক ও সবজি বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়