পলাশবাড়ীতে অবরোধের তৃতীয় দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।আজ ২ নভেম্বর রোজ বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকের নেতৃত্বে এক বিশাল শান্তি সমাবেশের মিছিল বের হয়।
মিছিলটি পলাশবাড়ী জুনদহ বাজার সংলগ্ন রংপুর ঢাকা মহাসড়ক সড়ক প্রদক্ষিণ করে বাজার সম্মুখে পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলিগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মেজর মোঃ মফিজুল হক সরকার (অবঃ) এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ সহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা।