চিলমারীতে অবরোধের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবীতে বিএনপি'র অবরোধ কর্মসূচির সমর্থনে কুড়িগ্রামের চিলমারীতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে অবরোধের ত্বিতীয় দিনে রমনা রেল স্টেশন থেকে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রমনা রেল স্টেশন থেকে চিলমারী নৌ বন্দরে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হোসেন পাখী,মৎসজিবী দলের চিলমারী উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন,সাধারন সম্পাদক নুরআলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবু হানিফা সাদ্দাম,সদস্য আলমগীর , ছক্কু মিয়া প্রমুখ।