২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

মেধা-মননে সামনে এগোচ্ছে আমাদের প্রতিদিন

আমাদের প্রতিদিন
10 months ago
282


৮ম বর্ষে পদার্পণ

সৈয়দ বোরহান কবির বিপ্লব:

প্রতিকূলতার নানাপথ পরিক্রমণ করে ‘সত্যের সন্ধানে অবিরাম’ এই ¯øাগানকে সামনে নিয়ে আজ ৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ ৮ম বর্ষে পদার্পণ করল ‘আমাদের প্রতিদিন’। পত্রিকা প্রকাশনার কাজ একটি দূরহ এবং কঠিন কাজ। এ কাজে বন্ধু মেলে না। একটি প্রবাদ আছে ‘একজন ভালো সাংবাদিকের কোন বন্ধু নেই’...। সংবাদপত্র যখন টিকে থাকার নানামুখী বড় ‘চ্যালেঞ্জের’ মুখে তখন একদল নবীন-প্রবীণ সংবাদকর্মী নিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছিল।

পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা, একনিষ্ঠ অভিভাবক, কঠোর পরিশ্রমী সাংবাদিক , সফল সংগঠক সম্পাদক ও প্রকাশক মাহবুব রহমান হাবু। তার ঐকান্তিক প্রচেষ্টা, মেধা মননে সামনের দিকে ধাবিত হচ্ছে আমাদের প্রতিদিন। বর্তমান প্রযুক্তির কল্যাণে আমাদের প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনও চলছে দূর্বার গতিতে। আছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল আধুনিক সমাহার।

বিশ্বব্যাপী করোনাকালের দুর্বিষহ জীবনযাপনে সংবাদপত্র প্রকাশনা শিল্প যখন টিকে থাকা না থাকার লড়াইয়ের সম্মুখীন। সেই ক্রান্তিকালে সকল প্রতিবন্ধকতার সাথে লড়াই করে সচেতনামূলকভাবে সংবাদের পাশাপাশি সব খবরের পাঠক চাহিদা পূরণে ‘আমাদের প্রতিদিন’   সত্যের সন্ধানে অবিরাম পথ চলার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রকাশনার ধারাবাহিকতায় অবিচল ছিল।

দেশে এখন নানা নামে নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে! অনেক পত্রিকা টিকে থাকছে। আবার অনেক পত্রিকার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতার মাঝে টিকে থাকা নির্ভর করবে পাঠক চাহিদা কতটুকু পূরণ করা গেলো। প্রতি মুহূর্তের সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে আমাদের প্রতিদিন অনলাইনও এখন এগিয়ে। ইনশাআল্লাহ, পাঠকের আশা-আকাক্সক্ষার বাহন হয়ে অগ্রবর্তী থাকব। পাঠক চাহিদা পূরণের প্রতিশ্রæতি দিয়ে‘আমাদের প্রতিদিন’ টিকে আছে এবং টিকে থাকতে চায়।  তা পাঠকের কাছে মূল্যায়ন নির্বাচনের দায়ভার রইল। কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। কে কতটা সামাজিক দায়বদ্ধতা থেকে সত্য তথ্য উদঘাটন, সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ, অসাম্প্রদায়িক চিন্তা আর সুষম সমাজ ব্যবস্থার জন্য পত্রিকার মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য পালন করছে। পাঠকের বিচারে তার পুরস্কার মিলবে পত্রিকার প্রচার সংখ্যার যোগ-বিয়োগের অঙ্কে।

‘আমাদের প্রতিদিন’ যখন ৮ বছরে পা দিচ্ছে, তখন দেশে রাজনৈতিক টানাপোড়েনে উদ্বিঘœ-উৎকণ্ঠায় জাতি। অতীতের মতই সংবাদপত্রই বারবার এ উদ্বেগ জানিয়ে এর সমাধানের জন্য সত্যিকারের হাল ধরার বিষয়টি জনসম্মুক্ষে এনেছে।

‘আমাদের প্রতিদিন’ সর্বদা পাঠকের চাহিদার কথা চিন্তা করে এবং সঠিক চিত্র তুলে ধরতে অবিরাম চেষ্টা করছে। এ অকাট্য সত্য কথাটি সবার জানা, সত্য সামনে আনতে প্রয়োজন সাহস এবং যাদের জন্য এ সত্য, তাদের সহানুভূতি। এই ভূমিকা পালন করতে গিয়ে নানা বিপদ সংকুল পথ পরিক্রমণ করতে হয়।

যে দেশের জনগণ যতবেশি তথ্য সমৃদ্ধ সে দেশের জনগণ ততবেশি শক্তিশালী। তাই জনগণের তথ্য জানার অধিকার বাস্তবায়নের পথে যে প্রচেষ্টা গণমাধ্যমগুলো তা করে যাচ্ছে। ‘আমাদের প্রতিদিন’ সে প্রচেষ্টায় আগামী দিনগুলো মাথা উঁচু করে অবিচল থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর সকালের প্রচেষ্টায় সত্যের সন্ধানে এগিয়ে যাওয়া আমাদের প্রত্যাশা।

 

সর্বশেষ

জনপ্রিয়