বদরগঞ্জে বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী জাহেদুল হকের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী জাহেদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার রাত ৯টায় পৌর শহরের বালুয়াভাটা গ্রামের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় শাহাপুর মাঠে জানাজা শেষে তার লাশ স্থানীয় চাঁদকুঠিরডাঙ্গা সরকারি কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলালের শশুর।
জাহেদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন, পৌর যুবলীগের আহবায়ক আবু তালহা, বদরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব রেজাউল করিম পান্না, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছাইদুল হক সাথী, মাসুদ রানা, সংবাদ-এর বদরগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন, জনকন্ঠের জাহিদুল হক সর্দার, আজকের পত্রিকার বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম আপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।