২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

ডোমারে মহিলা জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন

আমাদের প্রতিদিন
11 months ago
112


ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা মহিলা জাতীয় পার্টির কাউন্সিলের মাধ্যমে উপজেলা ও পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে ডোমার প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়ন এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি রশিদুল ইসলাম।

উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি।

এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী এবং উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।

উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি ইয়াসমিন সুলতানা সেতু, সাধারণ সম্পাদক লাভলী বেগম এবং রোকসানা বানুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এরপর পৌর মহিলা জাতীয় পার্টির কমিটিতে হাজেরা বেগমকে সভাপতি সাধারণ সম্পাদক রেজিনা আক্তার এবং রুনি বেগমকে সাংগঠনিক সম্পাদক করে  উপজেলা এবং পৌর মহিলা জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth