রংপুরে জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ’এই প্রতিপাদ্যকে সামনে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে।
শনিবার সকালে রংপুরে র্যালি, পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধনসহ নানা আয়োজনে পালিত হয়েছে। পরে রংপুর টাউন হলরুমে ৫২ তম সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ।
সমবায় দিবসের আলোচনা সভায় সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধন মৃনাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি তুষার কান্তি মন্ডল। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল সমবায় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরেই গঠিত হয়েছিলো সমবায়। সেই সমবায়ের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে, সমবায়ীরা নিজেরা যেমন স্মাবলম্বী হন, তেমনি পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। সেই সাথে এই গণমুখী সমবায় সাধারণ মানুষের অধিকার আদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে সমবায়ীদের আরো এগিয়ে আসতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপান্তিত হবে।