১ আশ্বিন, ১৪৩১ - ১৬ সেপ্টেম্বর, ২০২৪ - 16 September, 2024
amader protidin

গঙ্গাচড়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আমাদের প্রতিদিন
10 months ago
137


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রংপুরের গঙ্গাচড়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে

আজ শনিবার (০৪ নভেম্বর) বিকেলে গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে  কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এম.পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম। গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা  কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুর আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলী আরিফ সরকার রিজু। এসময় রাজনৈতিক নেতা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।

 

সর্বশেষ

জনপ্রিয়