২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

গঙ্গাচড়ায় বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের  সতর্কতা ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচী পালন

আমাদের প্রতিদিন
10 months ago
277


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

হরতাল ও অবরোধের  নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেছে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার সকাল থেকে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় নেতারা হরতাল ও অবরোধের  নামে নাশকতা ও যানবাহনে আগুন দেয়াসহ সন্ত্রাস নৈরাজ্যকারীদের মোকাবেলা করার ঘোষণা দেন। তারা আরও বলেন  বিএনপি জামাতের  মানুষ হত্যার হরতাল ও অবরোধ কেউ মানে না।

এদিকে সকাল থেকে গঙ্গাচড়া বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গঙ্গাচড়া  মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন হোসেন এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়