২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

কাল পীরগঞ্জ আসছেন স্পিকার

আমাদের প্রতিদিন
11 months ago
199


 

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কাল সোমবার তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জ আসছেন। দুপুরে বিমানযোগে সৈয়দপুরে এসে সড়কপথে পীরগঞ্জ এসে তিনি দুপুর ১ টায় উপজেলা অডিটোরিয়ামে ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ ও ৬ নং ওয়ার্ডের লোকজনের সাথে মত বিনিময় করবেন। দুপুর ১ টা ৪৫ মিঃ উপজেলা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করবেন।

দুপুর ২ টা ১৫ মিঃ উপজেলা অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে জাতীয় সমাজ কল্যান পরিষদের আর্থিক সহায়তায় চেক বিতরন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ইমপ্যাক্ট প্রকল্পের চেক বিতরন করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিঃ  কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় চলতি রবি মওসুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরন ও বিকেল ৩ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় ও পুরস্কার বিতরন করবেন। সন্ধ্যায় তিনি আবার বিমানযোগে ঢাকা ফিরবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান স্পিকারের এ সফরসুচি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth