রংপুরে মাছ, মাংশসহ সবজির দাম বেড়েছে, সাধারন মানুষ বিপাকে
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েকদিনের ব্যবধানে রংপুরে মাছ, মাংশসহ কাঁচাবাজারের সকল সবজির দাম বেড়েছে। পেঁপে ২০ থেকে ২৫ টাকা, মরিচ ২০০ টাকার উপরে ছিলো তা কমে ১০০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তাছাড়া সকল সবজির দাম বেড়েছে, বেড়েছে মাছ ও মাংশের দাম। এতে বিপাকে পড়েছে সাধারন মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার গুলোন।
শনি ও রবিবার মাছ, মাংশসহ সবজি বাজারের বর্তমান অবস্থা জানতে রংপুর মহানগরীর সিটি বাজার, স্টেশন বাজার, লালবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। যা গত কয়েকদিন আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা পূর্বে ছিলো ৬৫ থেকে ৭০ টাকা। এছাড়া আলু ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা, সাদা আলু ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, শিল আলু ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে (অর্থাৎ বিগত দিন হতে কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে)। এদিকে বেগুন, পটল, ৪০ থেকে ৫০ টাকা কেজিও কপি, শীম ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে দেখা যায়, আকার আবৃতি ভেদে প্রতিটা মাছের দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা। রুইমাছ ২৭০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৩০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাশ ১৫০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০, কাতল ৪২০ থেকে ৪৭০ টাকা, বাটা ২০০ থেকে ২২০ টাকা, শিং ৩২০ থেকে ৪৪০ টাকা, সিলভার কার্প ১৭০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগী ১৯০ হতে ২০০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০ হতে ৩১০ টাকা এবং দেশি মুরগি ৪৩০ হতে ৪৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খোলা বাজারে। যা বিগত দিনের চেয়ে ১০ হতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গরুর মাংসে তো হাত লাগালে হাত পুরছে সাধারন ক্রেতাদের বাজারে গরুর মাংস ৭০০ হতে ৭২০ টাকা আবার শুক্রবারে দাম অনেক সময় বেড়ে ৭৫০ বা তার বেশী হয়ে যায় এবং ছাগলের মাংস ৮০০ হতে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের থেকে কেজি প্রতি এক টাকা থেকে দুই টাকা বেড়ে ৪৭ থেকে ৫০ টাকা, পাইজাম ৫৬ টাকা, জিরাশাইল ৬০-৬৫ টাকা, বিআর-২৮ ৬০ টাকা, মিনিকেট ৬৮ থেকে ৭০ টাকা ও নাজিরশাইল সামান্য কমে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে আরও দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের থেকে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকা, প্যাকেট আটা ৫০-৫৫ টাকা ও খোলা আটা ৪৫ টাকা, ছোলাবুট ১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মসুর ডাল (মোটা) ১০৫ টাকা, চিকন ১৩০ থেকে ১৪০ টাকা, মুগডাল মোটা ১২০ টাকা চিকন ১৪০ এবং বুটের ডাল ৯০ কেজি দরে বিক্রি হচ্ছে।
তেল খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা এবং দুই লিটার ৩৩৮ এবং খোলা সয়াবিন তেল ১৬৫ বিক্রি হচ্ছে।
জানতে চাইলে সিটি বাজারের সবজি বিক্রেতা আরিফ মিয়া বলেন, সবজির উৎপাদন করতে প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। এসব কারণে সবজি আমদানি করা না হলেও দাম কমছে না। বর্তমানের হরতাল, অবরোধের প্রভাবও পড়েছে সবজি বাজারে। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে দাম কোনোভাবেই কমছে না।
গালামালের দোকানী মিনহাজুল বলেন, বর্তমানে দাম বাড়ার মূল কারণ আমি মনে করছি হরতাল, অবরোধ ও রাজনৈতিক সংঘাত। এমনিতেই দ্রব্য মূল্যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এখন ভরা মৌসুমেও দাম কিছুটা কম হওয়ার কথা থাকলেও হরতাল, অবরোধ ও রাজনৈতিক সংঘাত বাধাঁ হচ্ছে।
মাহবুব নামে এক ক্রেতা বলেন, বাজার সহনীয় অবস্থায় নেই। এত দাম দিয়ে সবজি কিনতে হবে বুঝে উঠতে পারছি না। বাজারে শীতের কয়েকটি সবজি ছাড়া সকল সবজিও উঠেছে তারপরও সব সবজির দাম বেড়েছে।
সাধারন ক্রেতা জসিম, মামুন, মৌসুমী, আনোয়ারসহ কয়েকজনের কাছে জানতে চাইলে তারা বলেন সবজির সিজেন চলছে কিন্তু বাজারে সবজির দাম শুনলে মনে হয় বাজার না করে চলে যাই। কিন্তু পেটের দায়ে খরচতো করতেই হয় তাই খরচ করা। গরু ও খাসির মাংস এখন স্বপ্ন মনে হয়। এগুলো না কিনে ডিম, মুরগী, মাছ অল্প করে কিনে নিয়ে যাই। সকলের একটাই দাবি সরকারের হস্তক্ষেপ কামনা, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা।
এ ব্যপারে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। আমরা বাজারে অবস্থান করলে সরকার কর্তৃক নির্ধারিত দামে চাল, আলু, তেল বিক্রি হয়, আমরা চলে এলে বেশি দামে বিক্রি হয়। বেশী দাম নিচ্ছে সেরকম সু-নিদিষ্ট প্রমানসহ আমাদেরকে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিবো। আর নতুন সবজি কৃষক পর্যায় হতে আসে দামটা আসলে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। একেবারে নতুন সবজির দাম কিছুটা বেশি থাকে পর্যায়ক্রমে কমে আসে। আমরা জনগনকে বাজার সম্পর্কে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি।