২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

রংপুরে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপত্তা চলাচল সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
182


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপত্তা চলাচল সংক্রান্ত সভা" আজ মঙ্গলবার সকার ১১ টায়  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ,রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স)  মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  কাজী মুত্তাকী ইবনু মিনান,  উপ-পুলিশ কমিশনার (অপরাধ)  মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোঃ মেনহাজুল আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,  রংপুর জেলা মটর মালিক সমিতি সভাপতি একেএম মোজাম্মেল হক ও রংপুর জেলা মটর মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, রংপুর ট্রাক মালিক সমিতি সভাপতি মোঃ খতিবার রহমান ও রংপুর ট্রাক মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আশরাফ আলী ও রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

উক্ত সভায় পুলিশ কমিশনার  বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পণ্য ও যাত্রীবাহী যানবাহন যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য গত ০৫ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক এ সংক্রান্তে গৃহীত সিদ্ধান্তসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ পণ্য ও যাত্রী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। তিনি উপস্থিত পরিবহন সেক্টরের নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন রংপুর মহানগর এলাকায় তাদের যানবাহনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তিনি জানান , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন, হরতাল ও অবরোধ কালীন সময়ে কোন পণ্য ও যাত্রীবাহী যানবাহন ভাঙচুর হলে তাৎক্ষণিকভাবে তার ছবি তুলে ও ভিডিও করে থানায় জিডি করতে হবে, যার ক্ষতিপূরণ সরকার দেবে। তিনি আরো জানান, চলাচলের পথে কোন সমস্যার সম্মুখীন হলে গাড়ির ড্রাইভার ও হেলপার যেন ছবি তুলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎক্ষণাৎ প্রদান করে, এতে পুলিশের পক্ষে দ্রুত অপরাধীকে সনাক্ত করাসহ তাদের আইনের আওতায় আনা সহজ হবে। এরপরেও যদি যানবাহনের স্টাফবৃন্দ আক্রান্ত হন তাহলে তাদের পুলিশ বাহিনীর সদস্যদের মতো তাদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি এসবের বাহিরেও যানবাহনের স্টাফদের নিজেদের নিরাপত্তার জন্য গাড়িতে হেলমেট পরিধান করাসহ অগ্নিনির্বাপক যন্ত্র রাখা, সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য বলেন।

এতে পন্য ও যাত্রী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন এবং তারা হরতাল ও অবরোধে তাদের পরিবহন ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখবেন মর্মে অনুষ্ঠানের সভাপতিকে আশ্বস্ত করেন। তারা তাঁকে নগরীতে অল্প কিছুদিনের মধ্যে মেট্রো সার্ভিস চালুর বিষয়ে সুখবর প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়