গঙ্গাচড়ায় শিক্ষার অধিকার আদায়ে ইউনিয়ন পরিষদ শিক্ষা মঞ্চের সাথে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার আদায়ে ইউনিয়ন পরিষদ শিক্ষা মঞ্চের সাথে বার্ষিক সংলাপ শিক্ষা কর্তৃপক্ষ এবং সরকার স্থানীয় পর্যায়ে প্রশাসন (ইউনিয়ন পর্যায়ে) অনুষ্ঠিত হয়েছে। রিয়েলাইজ প্রজেক্ট, জাগরণী চক্র ফাউন্ডেশন গঙ্গাচড়ার আয়োজনে ও নেটজ্ বাংলাদেশ এবং বিএমজেড জার্মানি এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান। কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
জাগরণী চক্র ফাউন্ডেশন এর গঙ্গাচড়া উপজেলা ম্যানেজার শফিকুল হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি, ইডিসি, ইউ পি সদস্য ও জাগরণী চক্র ফাউন্ডেশনের (ইও) জিন্নাত আরা জেসমিন জবা ও (ইএসও) সোমানা আলম উপস্থিত ছিলেন।