২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

র‌্যাব-১৩’র হাতে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আমাদের প্রতিদিন
10 months ago
122


নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১৩’র আওতাধীন রংপুর বিভাগের ০৮ (আট) টি জেলার বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার করেছে এবং বিভিন্ন স্থানে চেকপোষ্ট পরিচালনা করছে। এই কার্যক্রমের অংশ হিসেবে টহল পরিচালনা এবং চেকপোষ্ট করাকালীন সময়ে গত ২৪ ঘন্টায় মাদক উদ্ধারসহ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে সক্ষম হয়। গত ০৭ নভেম্বর সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন তালুক বানীনগর গ্রামস্থ তালুক

বানীনগর বড় আম গাছতলা জামে মসজিদের সামনে পাটগ্রাম টু লালমনিরহাট হাইওয়ে রোড এর উপর চেকপোষ্ট করাকালীন সময় অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নুরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ আল রুবেল (২৮)ও আমিনুর রহমানের ছেলে মোঃ রশিদুল ইসলাম (২৪ কে গ্রেফতার করে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়