গঙ্গাচড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় সমাজ সচেতনা সৃষ্টির লক্ষ্যে ‘১৮ বৎসরের নিচে বিয়ে নয়, ২১ হলে ভালো হয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ এবং পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উম্মে কুলসুম স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উম্মে কুলসুম স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব কামরুল হক মানিক। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিসাতুল ফেরদৌস, উপাধ্যক্ষ ফরিদুজ্জামান রিপন, এডমিন আরমান শাহ্, লক্ষীটারী ইউপি সদস্য রমজান ।
এ সময় লক্ষীটারী ইউপি'র সাবেক সদস্য হায়দার, সাবেক সদস্য ফজলুল হক, সমাজ সেবক মিঠু মিয়া, মুফতি ইয়াকুব আলী, সহকারী শিক্ষক রুমন মিয়াসহ প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।